Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১.ভিজিডি কা্র্যক্রম:-অত্র উপজেলায় ২০১৩-১৪ চক্রে মোট ৬৪৪ জন উপকার ভোগী জানুয়ারী হতে প্রতিমাসে ৩০ কেজি চাল / গম দেওয়া হচ্ছে যা দুই বছর যাবত পাবে।

২. মাতৃত্বকালীন ভাতা: অত্র উপজেলায় বর্তমানে ১৬৮ জন উপকার ভোগী প্রতিমাসে ৩৫০ টাকা হারে ৬(ছয়) মাস পরপর মোট ২৪ মাস এই ভাতা পাবে।

৩. ক্ষুদ্র ঋন কা্র্যক্রম: (ক) মহিলাদের আত্ত্ব কর্মসংস্থানের জন্য বর্তমানে ১৩৪ জন ঋন গ্রহিতা উপকৃত হচ্ছে।

                           (খ) উতপাদর মুখী ক্ষুদ্র ঋনের দ্বারা ১৮ জন গ্রহিতা উপকৃত হচ্ছে।

৪. নারী ও শিশু নি্র্যাতন প্রতিরোধ সেল এ সেলে নি্র্যাতিত মহিলাদের অভিযোগ গ্রহন এবং তা নিস্পত্তি করা হয়।

৫. নিবন্থনকৃত মহিলা সমিতি: অত্র উপজেলায় ২৫ টি নিবন্ধনকৃত সেচ্ছসেবী সংগঠন রয়েছে যারা প্রতি বছর সরকারী অনুদান পেয়ে থাকে।

৬. মহিলা প্রশিক্ষন কেস্দ্র:অত্র উপজেলায় প্রতি বছর ৩০ জন করে মহিলাদের সেলাই,ব্লক বাটিক,দর্জি বিজ্ঞান প্রশিক্ষন দেওয়া হয়।এবং তাদের সার্টিফিকেট দেওয়া হয়।